রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
গতকাল রোববার সকালে ভর্তি পরীক্ষাসংক্রান্ত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রুয়েট উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বলা হয় কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা না দেখা দিলে আগামী ১৭ নভেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি ফরম বিতরণ এবং গ্রহণসহ ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।