রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও ৫টি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে বিভাগগুলো খোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন করেছে।
নতুন বিভাগগুলো হলো-অণুজীববিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, বিজনেস অ্যান্ড ট্রেড এবং আর্থ সায়েন্স বিভাগ। নতুন এ ৫ বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা হবে মোট ৫৪টি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘‘এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করানো সম্ভব না হলেও আগামী ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।’’
এরই মধ্যে নতুন ৫ বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে অনুমতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।