মাইকেল ফেলপস রেকর্ডটি করছেন। এ আভাস পাওয়া গেছিলো টুর্নামেন্ট শুরুতেই। কিন্তু ব্যর্থতার ভয় ধরেছিলও শুরুতে। কিন্তু না, তিনি রেকর্ডটি করলেন।  ১৯ তম অলিম্পিক পদক জয় করে ১৮ পদক জয়ী সোভিয়েত জিমন্যাস্ট ল্যারিসার পুরানো রেকর্ডটি তিনি অবশেষে ভাঙ্গলেন।

৩১ জুলাই মঙ্গলবার পুরুষদের ৪x২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে যুক্তরাষ্ট্র দল সোনা জিতে। ফ্রান্স রুপা, চীন ব্রোঞ্জ জিতে।  ইভেন্টে অংশ নিয়েছিলো মাইকেল ফেলপস।  এটি ছিলো তার ১৯ তম পদক। ফেলপসের দখলে এখন ১৫ টি স্বর্ণ ২ রৌপ্য ২ টি ব্রোঞ্জ।

রেকর্ডটি এগিয়ে নেবার আরো সুযোগ আছে। টেলিভিশন সাক্ষাতকারে মাইকেল ফেলপস জানান ।  ২০১২ লন্ডন অলিম্পিকের সাঁতারের আরো তিনটি ইভেন্টে অংশ নিবেন তিনি।  মাইকেল ফেলপস গত বেইজিং ২০০৮ অলিম্পিকে সাতারে ৮ টি স্বর্ণ পদক জিতেছিলও। যা ছিলো একটি রেকর্ড। অলিম্পিক সোনা জয়ের রেকর্ড  বেইজিং আসরে ভেঙ্গে দিয়েছিলো ।্এর আগে ২০০৪ এথেন্স অলিম্পিকে ফেলপস ৬ টি স্বর্ণ জিতে।

উল্লেখ্য রাশিয়ার জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটিনিয়ার ১৮ টি অলিম্পিক পদক জয় করে রেকর্ডের বইতে বহুদিন ছিলেন। তাকে সরিয়ে মাইকেল ফেলপস হয়ে গেলো এখন সবচেয়ে বেশি অলিম্পিক পদক জয়ী ক্রীড়াবিদ। টানা তিনটি অলিম্পিক(এথেন্স,বেইজিং ও লন্ডন) আসরে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস  এই রেকর্ড করেন। রেকর্ডটি বহুদিন থাকবে এ ধারণা অনেকের।
সূত্র বিবিসি।