ইফতারি খেয়ে অসুস্থ হওয়া ১০ মাদ্রাসা ছাত্রকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলার গাবতলী দারুল ইসলাম এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদেরকে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান চিকিৎসক।

এরা হলো- ফয়সাল (১০), আরিফ (৮), সাখাওয়াত (৮), কবির (৬), মনির হোসেন (১১), মিলন মিয়া (৬), তানভীর আহমেদ (১১), বায়েজিদ আহমেদ (১০), শাহাদাত (৯) এবং সৌরভ মিয়া।

এদের মধ্যে মনির ও ফয়সালের অবস্থা বেশ খারাপ বলে জানান চিকিৎসক।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম জানান, সারাদিন রোজা রাখার পর ছাত্ররা ইফতার করায় তাদের অ্যাসিডিটি বেড়ে যায়। ফলে তাদের পেটের ব্যাথা শুরু হয়।  রাত ৯টার দিকে এই ১০ ছাত্রকে হাসাপতালে নিয়ে আসা হয়।

মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাক হাসপাতালে সাংবাদিকদের জানান, ছাত্ররা সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় ইফতার করে। তারপর থেকেই তাদের পেটের ব্যাথা শুরু হলে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।