স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে নির্মানাধীন ভবনের দেয়াল ধসে দুই শিশুসহ তিনজন আহত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানার অংলকরণ গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হল অলংকরণ গলি এলাকার বাসিন্দা রাকিবুল হোসেনের মেয়ে জাকিয়া নুরা (৪) ও মো. জাহিদের মেয়ে রায়খা (৫)। তারা ওই এলাকার ওয়াইএমসিসি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। একই দুর্ঘটনায় রায়খার বাবা জাহিদও (৪১) আহত হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ জানান, জাহিদ রায়খা ও নুরাকে নিয়ে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি নির্মানাধীন ভবনের দেয়াল তাদের ওপর ধসে পড়ে।
মারাত্মক আহত অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্মানাধীন ভবনের মালিকের নাম জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই ভবনের চার শ্রমিককে আটক করা হয়েছে।
মালিককে সনাক্ত ও দেয়াল ধসে পড়ার বিষয়ে কোনো ধরনের অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে এসআই জানান।