আসন্ন ঈদ -উল-ফিতরে ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫৫ টাকা। আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সংস্থার জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল ৫৩ টাকা; তার আগের বছর ৪৫ টাকা।
বিল্লাল বিন কাশেম বলেন, গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের ১ কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫৫ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা।
সাদকাতুল ফিতর নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সিরাজুল হকসহ ফিতর নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা এই সভায় উপস্থিত ছিলেন।