অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৯ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর ফকিরাপুলের আর্শিয়ান আবাসিক হোটেল থেকে তাদের পাসপোর্টবিহীন অবস্থায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হোসেন আহমেদ (৪০), শাহজাহান (৩০), হাসিম (১৯), জোবায়ের (২০) আইয়ুব (২০) শফিউল্লাহ (১৮), হাবিব হোসেন (৩৫), ইয়াসিন (১৮) ও জোবায়ের (১৮)। তারা সবাই মিয়ানমার নাগরিক।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ফকিরাপুলের আর্শিয়ান হোটেল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা গোয়েন্দা পুলিশকে জানান, তারা সবাই মিয়ানমারের মঙ্গি ও মুদিদঙ্গার নাগরিক। মধ্যপ্রাচ্যে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার ফকিরাপুলের হোটেলে তারা একত্রিত হয়েছিলেন।