কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কামালপুর গ্রামে শুক্রবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকনউদ্দিন (২৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত রোকনউদ্দিনের বাড়ি কামালপুর গ্রামে। তিনি অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, ৪ দিন আগে রোকনউদ্দিন ছুটিতে বাড়ি আসেন। শুক্রবার ভোরে তিনি বাড়ির বিকল হওয়া বৈদ্যুতিক পানির পাম্প মেরামত করতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।