পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের উপস্থিতিতে শনিবার জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠান হবে দার্জিলিং শহরে ৷

মুখ্য কার্যনির্বাহী পদে বিমল গুরুংকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল এমকে নারায়ণন৷

জিটিএর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে পাহাড়জুড়ে এখন উৎসবের আমেজ৷ ইতিমধ্যেই দার্জিলিং পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

২০১১ সালের ১৮ জুলাই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছিল জিটিএ চুক্তি ৷ সেই  চুক্তির এক বছর পর এবার গঠিত হতে চলেছে জিটিএ ৷

শুক্রবার মুখ্যমন্ত্রী এই উপলক্ষে পাহাড়ে ওঠার পথে বিভিন্ন জায়গায় তাকে খাদা (নেপালি চাদর) পরিয়ে সম্মান জানিয়েছেন পাহাড়বাসীরা ৷

শনিবার সকাল ১০টা২৫ মিনিটে জিটিএ’র মুখ্য কার্যনির্বাহী পদে বিমল গুরুংকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল এম কে নারায়ণন। এরপর জিটিএ-র বাকি ৪৪জন সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব ব্যানার্জি ৷ জিটিএ-র ১৪জন এগজিকিউটিভ সদস্য নিয়োগ হবে ও সরকারের তরফে জিটিএ-তে একজন প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ করা হবে এদিন।

শুক্রবার জিটিএ-র নির্বাচিত ৪৫জন সদস্য বৈঠকে বসেন ৷ সেখানেই প্রদীপ প্রধানকে জিটিএ-র চেয়ারম্যান পদে মনোনীত করা হয় ৷

এদিকে শনিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে ৷ এদিনই পাহাড়ে পৌঁছন তিনি ৷

বাগডোগরা বিমানবন্দর থেকে বেরনোর সময় পা মচকে আহত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ দার্জিলিংয়ে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর না হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পায়ের এক্স রে করা হবে ৷