বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আব্দুল হামিদ আমাদের মাঝে থেকে চিরতরে বিদায় নিয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আব্দুল হামিদ বাংলাদেশ বেতারের একজন ধারাভাষ্যকার। দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে জড়িত তিনি। এর স্বীতৃতিস্বরূপ দেশের সবচেয়ে বড় সম্মান একুশে পদকও পেয়েছেন আব্দুল হামিদ।
বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার মেরুদন্ডের স্পাইনাল কর্ডে টিউমার ধরা পরে। গত সপ্তাহে রাজধানীর একটি হাসপাতালে টিউমার অপসারণ করার পর ধীরে ধীরে আব্দুল হামিদের অবস্থার অবনতি হয়।