নগরীর সরাইপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে ১৮টি কাঁচা ঘর। শনিবার গভীর রাতে পাহাড়তলী থানার সরাইপাড়া কাজী বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর প্রহল্লাদ সিংহ জানান, রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। রাত আড়াইটার দিকে আগুন নেভানো হয়।
আগুনে ১৮টি ঘর পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।