টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর সোমবার ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে অধিকাংশ শেয়ারের দাম।
লেনদেনের ৪০ মিনিটে সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে চার হাজার ৮০ পয়েন্টে উঠেছে। লেনদেন হয়েছে ৪৩ কোটি টাকা।
এখন পর্যন্ত ১৫ হাজার তিন হাওলায় হাতবদল হয়েছে এক কোটি ২৬ লাখ ৯২ হাজার ১১৩টি শেয়ার ও ইউনিট।
লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর ঊর্ধ্বমুখী রয়েছে ১৬৫টির, নিম্নমুখী রয়েছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটির।
টাকার অংকে লেনদেনে এগিয়ে রয়েছে- আরএন স্পিনিং,বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, সায়হাম কটোন এবং এনবিএল।