মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের সামনে শীর্ষ পোশাক রফতানিকারক দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অচিরেই চীনকে টপকে বাংলাদেশ এ অবস্থানে চলে আসতে পারে। এ অবস্থানে আসার জন্য শিল্পের মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

গতকাল রাজধানীর একটি হোটেলে পোশাক শ্রমিকদের গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। বিজিএমইএ এ অনুষ্ঠানের আয়োজন করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি ছিলেন।
ড্যান মজিনা বলেন, এ খাতে স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হলে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে। চীনে এ খাতে বিনিয়োগ কমে যাওয়ায় বাংলাদেশের সামনে সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে এ খাতে চলমান বাধা অপসারণ করতে হবে বলে মনে করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পোশাক শিল্প-কারখানাকে ধীরে ধীরে গ্রামে নিয়ে যাওয়ার জন্য মালিকদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাব কন্ট্রাকটিংয়ের মাধ্যমে এ শিল্পকে গ্রামে নিয়ে যাওয়া যায়। পোশাক শ্রমিকদের নিয়ে প্রথমবারের মতো ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ‘গর্ব’-এর সেরা দশজন শিল্পীর গানের সঙ্কলন ‘আমাদের গান’-এর সিডির মোড়ক উন্মোচন ও দ্বিতীয় বারের মতো ‘গর্ব-২০১২’-এর পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম, এফবিসিসিআইর সভাপতি ও পোশাক শিল্প উদ্যোক্তা এ. কে. আজাদ, ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং শ্রমিক নেত্রী শিরীন আখতারসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পোশাক শিল্প উদ্যোক্তারা এ খাতের শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডরমিটরি নির্মাণ ও রেশন সুবিধার আওতা বাড়ানোর দাবি জানান। সেই সঙ্গে ব্যক্তি উদ্যোগে ডরমিটরি নির্মাণে সরকারি তহবিলের আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।