ইংল্যান্ডের বাকিংহামশায়ারের পল ও ক্লেইর চার্লউইন দম্পতি তিন যমজ শিশু জন্ম দিয়েছে। তাদের নাম রেখেছে থমাস, এডওয়ার্ড ও হ্যারি চার্লউইন। চলতি বছরের এপ্রিলের ১৩ তারিখে ম্যানডিভিলে হাসপাতালে তারা জন্মগ্রহণ করে। ওই সময় তাদের প্রত্যেকের ওজন ছিল এক কেজি ৮১০ গ্রাম করে।

ত্রয়ী শিশুর চেহারা ও গায়ের রং একই। যমজ শিশু জন্ম নেওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে তিন যমজ শিশু একসঙ্গে পৃথিবীর আলো দেখার ঘটনা প্রতি ২০ কোটিতে একজন হয়ে থাকে। ওজন কম হওয়ায় জন্মের তিন সপ্তাহ পর্যন্ত তাদের হাসপাতালে রেখে টিউবের সাহায্যে খাবার খাওয়াতে হয়েছে। এখন তারা পুরোপুরি শঙ্কামুক্ত। তাদের বর্তমান ওজন ৫ কেজি ৪৪০ গ্রাম করে। চার্লউইন দম্পতি সন্তানদের নিয়ে বেশ সুখে আছে। একই রংয়ের কাপড় পরতে দিচ্ছে। ক্লেইর চার্লউইন জানান, প্রথম দিকে সন্তানদের চিহ্নিত করতে সমস্যা হতো।

এক সপ্তাহ বয়স পর্যন্ত তাদের নখে ভিন্ন ভিন্ন রং দিয়ে তা দেখে নাম ধরে ডাকতেন। তবে এখন তাদের চিনতে সমস্যা হচ্ছে না। তারা জানান, ‘তিন যমজ শিশু জন্ম নেবে এমন সংবাদে প্রথম দিকে বিচলিত হয়ে পড়ি। তবে এখন মনে হচ্ছে আমরা খুবই ভাগ্যবান। থমাস, এডওয়ার্ড ও হ্যারি আমাদের জন্য বিধাতার এক বিশেষ উপহার।’ ডেইলি মেইল।