আসুস ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসুস নোটবুক, ই পিসি নেটবুক এবং ই ট্যাব ট্যাবলেট পিসিতে ‘আসুস ঈদ বোনাস অফার’ শীর্ষক বিশেষ আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির আওতায় রমজান মাসে আসুস ব্র্যান্ডের যেকোনো মডেলের নোটবুক, ই পিসি নেটবুক এবং ই ট্যাব ট্যাবলেট পিসি ক্রয়ে ক্রেতারা পেতে পারেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫ হাজার টাকার ঈদ শপিং ভাউচার।
এই শপিং ভাউচার ব্যবহার করে ক্রেতারা গ্যালারি এপেক্স সুজ, কে ক্রাফট, রঙ ফ্যাশন হাউস, নন্দন সুপার শপ এবং রস মিষ্টান্ন ভাণ্ডারের নির্দিষ্ট বিক্রয় কেন্দ থেকে কেনাকাটা করতে পারবেন। এই অফার ঈদের আগের দিন পর্যন্ত দেশব্যাপী গ্লোবাল ব্র্যান্ডসহ তাদের সব ডিলার ও রিসেলার প্রতিষ্ঠানগুলোতে কার্যকর থাকবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন : ০১৯১৫৪৭৬৩৩৩ নম্বরে।