অ্যাট্রিক্স এইচডি নামে নতুন একটি স্মার্টফোন বের করার ঘোষণা দিল মটোরোলা। ড্রয়েড রেজরের মতো দেখতে নতুন এই স্মার্টফোনটির ওএস হিসেবে অ্যানড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ থাকবে বলে আশা করা যাচ্ছে।

স্মার্টফোনটিতে রয়েছে ৪.৫ ইঞ্চি এইচডি (৭২০–১২৮০) কালারবুস্ট ডিসপ্লে, ১.৫ গিগাহার্জ ডুয়েল কোর সিপিইউ, কোয়াড ব্যান্ড এজ, কোয়াড ব্যান্ড এইচএসপিএ+ এবং ডুয়েল ব্যান্ড এলটিই।

এ ছাড়া থাকছে ১৭৮০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, এক গিগাবাইট র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ ৮ গিগাবাইট (৩২ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে)।

মাত্র ৮.৪ মিমি পুরু এই ফোনটিতে রয়েছে গোরিলা গ্লাস এবং ‘বিজনেস রেডি’।
ফোনটি কবে বের হবে বা মূল্য কত সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি মটোরোলা। এ ব্যাপারে মটোরোলার ওয়েবসাইটে জানানো হবে।