২শ’ মাইল বিস্তৃত ভূ-গর্ভস্থ কোনো গোরস্তানের কথা কি কেউ কল্পনা করতে পারে? আর সেটি যদি হয় কোনো দেশের প্রধান শহরের ঠিক নিচে? হ্যাঁ পাঠক, এবার আপনাদের সামনে সেরকমই একটি ভূ-গর্ভস্থ গোরস্তানের কথা বলব। এই গোরস্তানটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। খোদ প্যারিস শহরেরই নব্বইভাগ লোক জানে না তারা যে সড়কটির ওপর দিয়ে নিত্যদিন যাতায়াত করছে তার নিচে লুকিয়ে আছে এক বিশালায়তনের গোরস্তান। ১৮শ’ শতকে প্যারিসের প্রায় ৬০ লাখ লোকের মৃতদেহ এখানে কবর দেওয়া হয়। মূলত সমাজের অসচ্ছল ব্যক্তি যাদেরকে গির্জায় কবর দেওয়ার সামর্থ্য থাকত না তাদেরকেই এখানে কবর দেওয়া হতো। পরে বিভিন্ন সময় মৃত ব্যক্তিদের কঙ্কাল, হাড়গোড় গোরস্তানের সুড়ঙ্গের বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা হয়। এগুলো এখনও সুড়ঙ্গের কিছুদূর পরপর রাখা আছে। ১৮৭৪ সালে এই ভূ-গর্ভস্থ গোরস্তানের নামকরণ করা হয় ‘মৃতদের সাম্রাজ্য’-তা জনগণের প্রদর্শনের জন্য খুলে দেওয়া হয়। কয়েক বছর পর অবশ্য এটি বন্ধ করে দেওয়া হয়। শুধু ২শ’ মাইল বিস্তৃত এই গোরস্তানের একটি সামান্য অংশ জনগণের জন্য খুলে দিয়ে বাকিটা বন্ধ করে দেওয়া হয়। অর্থাত্ তারপর থেকে লোকজন এর বিশালায়তনের ব্যাপারে অন্ধকারেই ছিল। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন এই ভূ-গর্ভস্থ গোরস্তানের ওপর একটি তথ্যচিত্র প্রকাশ করে, যেখানে অনেক অজানা চিত্র তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে বলা হয়, সম্প্রতি একদল লোক প্যারিসের গোপন সুড়ঙ্গ পথ দিয়ে এই গোরস্তানে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই তারা এর ভেতরের বিশালায়তন এবং থরে থরে সাজানো কঙ্কাল আর হাড়গোড় দেখে বিস্মিত হয়ে যান। ডেইলি মেইল।