বর্তমান বিশ্বের তরুণ জনপ্রিয় জুটিদের অন্যতম যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। সদা হাস্যোজ্জ্বল এই জুটি যখন বার্ধক্যে উপনীত হবে তখন কেমন দেখাবে তাদের? বিভিন্ন বয়সে একজন মানুষের সম্ভাব্য চেহারা কেমন হবে, বিজ্ঞানভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে প্রিন্স উইলিয়াম ও কেটের ছবি এঁকেছেন ফরেনসিক শিল্পী টেরি ব্লাইদ। তিনি এ দম্পতিসহ রাজপরিবারের কয়েকজন তরুণ সদস্যের ৬০ বছর বয়সকে ধরেছেন। এর মধ্যে আছেন প্রিন্স হ্যারি, পিপ্পা, জারা ফিলিপস ও প্রিন্সেস ইউজেনি। ব্লাইদের আঁকা ছবি অনুযায়ী কেটের কপালে ও গলায় পড়বে বয়সের ভাঁজ। মুখের চামড়া খানিকটা ঝুলে পড়বে। বার্ধক্যের ধর্ম মেনে কেটের বাদামি চুলে তখন দেখা যাবে ধূসর ভাব। তবে তার চিরচেনা হাসিটি অমলিন থাকবে। ব্লাইদের আঁকা ছবি অনুযায়ী ৬০ বছর বয়সে উইলিয়ামের মাথায় টাক পড়বে। কপালে, চোখের নিচে ও গলায় বয়সের ভাঁজ পড়বে। আর ঘন চুলের প্রিন্স হ্যারির মাথায় ৬০ বছর পরও ভালোই চুল থাকবে বলে মনে করছেন ব্লাইদ। তবে তার বাদামি চুলে যথারীতি পাক ধরবে তখন। ডেইলি মেইল।