উসাইন বোল্টের সামনে এখন প্রথম অ্যাথলেট হিসেবে টানা দুটো অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জেতার সুযোগ। ইতিহাস গড়তে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা ৫৫ মিনিটে ২০০ মিটারের ফাইনালে আরেকটি সাফল্য চাই জ্যামাইকার গতি তারকার।

১০০ মিটারের মতো ২০০ মিটারেও বিশ্ব রেকর্ড (১৯.১৯ সেকেন্ড) ও অলিম্পিক রেকর্ডের (১৯.৩০) মালিক বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী স্বদেশের ইয়োহান ব্লে¬ক। ১০০ মিটারের মতো বুধবার ২০০ মিটারেও ভিন্ন সেমিফাইনালে অংশ নিয়ে অনুশীলন-সঙ্গী ব্লে¬কের (২০.০১ সেকেন্ড) চেয়ে বেশি সময়ে ফিনিশিং টেপ স্পর্শ করেছেন বোল্ট (২০.১৮)।

মঙ্গলবার প্রথম রাউন্ডেও ব্লেক (১৯.৮০ সেকেন্ড) কম সময় নেন বোল্টের (১৯.৮৩) চেয়ে।

এখনও পর্যন্ত অলিম্পিকে পুরুষদের ২০০ মিটারে কেউ টানা দুবার সোনা জিততে পারেননি। কার্ল লুইস (১৯৮৪-’৮৮) ও শন ক্রফোর্ড (২০০৪-’০৮) কাছাকাছি গিয়েছিলেন। দুজনকেই দ্বিতীয় বার রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলো। এর মধ্যে চার বছর আগে বেইজিংয়ে ক্রফোর্ডকে থামিয়েছিলেন স্বয়ং বোল্ট।