সকালের সাজে স্নিগ্ধতার ছোঁয়া থাকবে এটাই স্বাভাবিক। সকালে দেখা যায় বাইরে খুব একটা বের হওয়া হয় না; আপনি শাড়ি বা সালোয়ার-কামিজ যা খুশি পরতে পারেন। বাসাতে থাকুন আর বাইরেই যান হালকা একটু মেকআপ নিতে পারেন। হালকা ফাউন্ডেশন লাগিয়ে নিন; এর উপরে একটু লুজ ট্রান্সলুসেন্ট পাউডার বুলিয়ে নিতে পারেন। চোখে হালকা ব্রাউন বা গোলাপি রংয়ের শ্যাডো লাগাতে পারেন। পেন্সিল আইলাইনারের পাতলা একটা টান দিতে পারেন তাও চোখের উপরের পাতার ল্যাশ ঘেঁষে। হালকা বাদামি বা গোলাপি রংয়ের ব্লাশঅন লাগানো যেতে পারে; তবে খুব সচেতনভাবে। লিপস্টিকের বদলে হালকা ব্রাউন কালারের লিপগস লাগাতে পারেন। সকালের সাজে একটা ন্যাচারাল লুক রাখার চেষ্টা করুন। দুপুরে বেড়াতে বের হলে একটু ভারি মেকআাাপ নিতে পারেন; তবে স্নিগ্ধতা যেন হারিয়ে না যায় খেয়াল রাখুন। মুখে, গলায়, ঘাড়ে, মোটামুটি ত্বকের সম্পূর্ণ খোলা অংশে ওয়াটার বেজড ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করে দিন। এর উপরে চাইলে একটু কম্প্যাক্ট বুলিয়ে নিন। যেকোনো সময়ের মেকআাাপের প্রধান ফোকাস থাকে চোখ; কেননা চোখ হল মনের জানালা, চোখের আছে নিজস্ব ভাষা। চোখের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আইশ্যাডো; আইশ্যাডো লাগানোর আগে চোখের পুরোটা পাতায় বেজ কালার করে নিন। তারপর অন্য কালারগুলো ব্যবহার করুন। সাধারণত চোখের আউটার কর্নারে ডার্ক কালার ব্যবহার করতে হয়। চোখকে শার্প দেখানোর জন্য ছোট ছোট স্ট্রোকে আইব্রাউটাকে একটু এঁকে নেওয়া যেতে পারে। চোখের ল্যাশের কোল ঘেঁষে পেন্সিল আইলাইনারের টান দিতে পারেন; তবে খুব যেন প্রমিনেন্ট না হয়ে থাকে খেয়াল রাখবেন। আবার আউটার কর্নারটা একটু টেনে দিতে পারেন; এতে করে একটু সফট লুক আসবে। এরপর ঘন করে মাশকারা লাগিয়ে নিন। গালে আলতো করে একটু ব্লাশঅন ছোঁয়ালে মন্দ লাগবে না। আপনি চাইলে আইশ্যাডোর রংয়ের সঙ্গে মিলিয়ে ব্লাশঅন লাগাতে পারেন বা হালকা রেডিশ বা ব্রাউনিশ কালারেও ভালো দেখাবে। লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে লিপস্টিক লাগিয়ে নিন। রাতে বাইরে বের হওয়ার প্যান থাকলে ত্বককে সারা দিনের ক্লান্তি সারাতে নিজেকে সুযোগ দিতে হবে। এক চা চামচ করে মধু, ডিমের সাদা অংশ ও টম্যাটোর রস নিয়ে মুখে লাগিয়ে চোখের পাতার ওপর দু’টুকরো শসা রেখে ১০ মিনিট শুয়ে থাকুন; পা দুটোকে একটু উঁচু করে রাখতে পারলে বেশি ভালো হয়। ১০ মিনিট পর মুখ ধুয়ে তুলায় করে গোলাপজল নিয়ে সারা মুখে, গলায়, ঘাড়ে বুলিয়ে নিন। ফাউন্ডেশন লাগিয়ে নিন। এর উপরে ফেস পাউডার লাগাবেন। চোখ দুটোকে বেশি প্রায়োরিটি দিতে পারেন; চোখ সুন্দর করে সাজালেই সাজটা অনেক বেশি এলিগ্যান্ট এবং ড্যাজলিং লাগবে। চোখের ওপর অ্যাকোয়া ব্লু এবং গ্রে আইশ্যাডো একসঙ্গে মিলিয়ে লাগান। হাইলাইটার হিসাবে দিন শাইনি মভ বা সিলভার কালারের শ্যাডো। চোখের ইনার কর্নারে গোল্ড বা শিমারি পিঙ্ক আইশ্যাডো স্মাজ করে দিন। আপনি যদি লেন্স ব্যবহার করেন, মেকআপ করার আগেই লেন্স পরে নিন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়াটার প্রুফ এবং হাইপো-অ্যালার্জেনিক আই মেকআাাপ ব্যবহার করতে হবে এবং চোখের ভেতরের দিকে ও চোখের কোলে লাইনার লাগাবেন না। লেন্স না পরলে আপনি চোখের ল্যাশে পেন্সিল আইলাইনার লাগিয়ে চোখের কোলেও কাজল পরতে পারেন। লাইট পিঙ্ক বা মভ কালারের ব্লাশঅন বুলিয়ে নিন; একই কালারের লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে লিপস্টিক লাগিয়ে নিন। ঈদের আগের রাতেই চুল বোড্রাই বা আয়রনিং করিয়ে রাখতে পারেন। অনেকে ফ্রন্ট সেটিং ছাড়া টং বা রোলার দিয়ে কার্লস করিয়ে রাখেন। আবার অনেককে রিবন্ডিং, স্ট্রেইটনিং, কার্লিং ইত্যাদি করিয়ে রাখতে দেখা যায়; এতে করে চুল নিয়ে বাড়তি আর কোনো দুশ্চিন্তা করতে হয় না।