১৪ দিন অলিম্পিক আনন্দে বুঁদ হয়ে থাকার পর কালই পর্দা নামছে লন্ডন অলিম্পিকের। উত্থান-পতন, অলিম্পিকে অনেক ঘটনাই ঘটেছে এবার। চীনের টিনএজ সাঁতারু ইয়ে শিওয়েনের দুটি রেকর্ডসহ স্বর্ণ জেতা বড় ঘটনা। চার চারটি স্বর্ণ জিতে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রমিলা সাঁতারু মিসি ফ্রাঙ্কলিন। কিন্তু সব কিছু ছাপিয়ে দুটি নামই ছিল সবচেয়ে আলোচিত। একজন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস এবং অন্যজন জ্যামাইকান গতির রাজা উসাইন বোল্ট। লন্ডনে দু’জনের সামনেই ছিল কিংবদন্তি হওয়ার সুযোগ। নিজেদের কীর্তিকে হিমালয় উঁচুতে নিয়ে গিয়ে ঠিকই কিংবদন্তি হয়েছেন তারা। ১৮ স্বর্ণসহ ২২ পদক জেতা মাইকেল ফেলপসকে দেওয়া হয়েছে সর্বকালের সেরা অলিম্পিয়ানের খেতাব। বেইজিংয়ের পর লন্ডনে ১০০ ও ২০০ মিটার জিতে স্প্রিন্টের জীবন্ত কিংবদন্তিই যে এখন উসাইন বোল্ট। ফেলপস সাঁতারকে গুডবাই বলে দিলেও রিওডি জেনিরোতে আগামী অলিম্পিকেও হয়তো দেখা যাবে বোল্টকে।
নিজের প্রথম ইভেন্ট ৪০০ মিটার একক মিডলেতে হতাশা দিয়েই শুরু হয়েছিল ফেলপসের। এই ইভেন্টে হলেন চতুর্থ। এরপর প্রিয় ২০০ মিটার বাটারফ্লাইয়ে চ্যাড লি ক্লসের কাছে হেরে যাওয়া ছিল বিব্রতকর। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ালেন ফেলপস। পরপর চারটি স্বর্ণ জিতে বেইজিংয়ের রূপটাই যেন আবার লন্ডনে ফিরে আনলেন তিনি। চারটি স্বর্ণ ও দুটি রৌপ্য নিয়ে এবারও তিনি সেরা। অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ ১৮ পদক জেতা সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্টকে পেছনে ফেলে গড়লেন ২২ পদকের নতুন মাইলফলক। লন্ডনে ক্যারিয়ারের শেষ ইভেন্ট ৪০০ মিটার দলগত রিলেতে স্বর্ণ জেতার পর সর্বকালের সেরা এ সাঁতারুকে সম্মান জানাল অলিম্পিক কমিটি। ফেলপসকে দেওয়া হল সর্বকালের সেরা অলিম্পিয়ানের খেতাব।
ফেলপসের পর অলিম্পিকের শেষ দিকে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন উসাইন বোল্ট। ২০০৯-এর বার্লিন চ্যাম্পিয়নশিপের পর লন্ডন অলিম্পিকের আগে পর্যন্ত হতাশার অনেক গল্পই ছিল বোল্টকে নিয়ে। কিন্তু একটা কথাই বরাবর বলেছেন, ‘সময়মতো ঠিকই সবার আগে আগে দৌড় শেষ করবেন তিনি’। লন্ডনে সেই কথাই রেখেছেন। ১০০ মিটারে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে বিশ্বকে কাঁপিয়ে দেন। এরপর বৃহস্পতিবার লন্ডন অলিম্পিক স্টেডিয়াম আরেকবার দেখল বোল্ট-ঝড়। সবাইকে পেছনে ফেলে তিনিই সেরা। সেই সঙ্গে হলেন ইতিহাসও। পরপর দুই অলিম্পিকের ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জেতা একমাত্র স্প্রিন্টার এখন বোল্ট। সর্বকালের সেরা স্প্রিন্টারের খেতাব তো বোল্টেরই প্রাপ্য।