স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। অনেক বড় স্বপ্নও কখনো কখনো অপ্রত্যাশিতভাবেই বাস্তব জীবনে ধরা দেয়। তাই বলে ইন্দো-কানাডিয়ান পর্নোস্টার সানি লিওন বলিউড পারফেক্টশনিস্ট আমির খান এবং হার্টথ্রব সালমান খানের সঙ্গে জুটি বাঁধার স্বপ্ন দেখবেন! যদিও বলিউড এখন এই লাস্যময়ীর মোহে উত্তাল। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিসম টু’র প্রচারে ভারতের বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রথম সপ্তাহেই ছবিটির আয় প্রায় ২২ কোটি রুপি ছাড়িয়ে গেছে। বলা চলে, প্রথম ধাক্কায় সানি সফল। তাই তিনি পুরোপুরি সাফল্যকে ঘরে তুলতে মিডিয়ায় নিত্য-নতুন বিবৃতি দিয়ে চমকের পর চমক সৃষ্টি করে চলেছেন। হটগার্ল ক্যাটরিনা বন্দনার পর এবার আমির-সালমানের ওপর তার চোখ পড়েছে। সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসে অকপটেই সানি মনের গোপন স্বপ্নের কথা নাকি খুলে বলেছেন। শোনা গেছে, তিনি নাকি বলিউডের অন্যতম হার্টথ্রব সালমান খানের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি অকপটেই স্বীকার করেন, মি.পারফেক্ট আমির খানের সঙ্গেও তিনি অভিনয় করতে চান। তার স্বীকারোক্তি, আমিরের তিনি অন্ধ ভক্ত। লাভারবয় সালমানের কাঁধে ভর দিয়েই বলিউডে শুরুটা করতে চেয়েছিলেন সানি। বিগহার্টেড সালমান আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত সানির স্বপ্নটা ভেঙে চুরমার করে দিয়েছিলেন। আর আমির যে সানির পথ ভুল করেও মাড়াবেন না, তাতো নিশ্চিত করেই বলা যায়। এমনিতেই যে কোনো অভিনয়ে পারফেক্টশনিস্ট আর অতিমাত্রায় খুঁতখুঁতে। চরিত্র আর গল্প পছন্দ না হলে বাঘা বাঘা পরিচালকদেরও তিনি কঠোর হস্তে ফিরিয়ে দেন। আবার গড়ে বছরে একটির বেশি ছবিও তিনি করেন না। আর সানি লিওনের সঙ্গে এক ছবিতে অভিনয়, সে তো কেবলই স্বপ্ন। তবুও সানি আশাবাদী, পর্নোস্টার হয়েও এক চান্সেই অভিষেক ছবিতে ঝড় তুলেছেন, একদিন আমির-সালমানের সঙ্গেও অভিনয়ের স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে।