বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১২-১৩ শিক্ষা বর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারী অ্যাডভোকেট ড. ইউনূস আলী আকন্দ শুনানি করেন।
রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।