প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাতের একটি ফ্লাইট মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ২০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওযানা করে। দেশে ফেরার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুইঘণ্টা যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী।

লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. এম সাঈদুর রহমান খান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। লন্ডনে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশনের পদস্থ কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা লন্ডন সফরকালে ১২ আগস্ট বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০- ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত গ্লোবাল নিউট্রিশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।