পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শেষে টানা ১৪ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। ছুটি শেষ হবে ৩০ আগস্ট বৃহস্পতিবার।
এদিকে, ৩১ আগস্ট শুক্রবার ও ১ সেপ্টেম্বর শনিবার সরকারি ছুটি থাকায় ২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আতিয়ার রহমান ও রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।