বেচারা আসাদ রউফ! ৫৬ বছর বয়স পেরিয়ে এখন ভিন্ন এক সমস্যার মুখোমুখি। যে সমস্যা থেকে মনে হচ্ছে সহজে মুক্তি নেই তার। আগের দিন লিনা কাপুর যে অভিযোগ তুলেছিলেন তার জবাবে মুখ খুললেন পাকিস্তানের এ আম্পায়ার। জানালেন, ‘ওকে বিয়ের প্রস্তাব দেওয়ার প্রশ্নই আসে না। ওর সঙ্গে কোনো সম্পর্কই নেই আমার। ও (লিনা) আমার ভক্ত, অন্য কিছু নয়।’
অথচ মুম্বাইয়ের উঠতি মডেল লিনার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে রউফ তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছে। এখন তাকে না চেনার ভান করছে! মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার প্রতাপ দিবাকরকে সেই অভিযোগ লিখিত আকারে জানিয়েছেন লিনা।
এমন অভিযোগ রউফ উড়িয়ে দিলেও তেমন হালকা করে দেখছে না ভারত-পাকিস্তানের মিডিয়া। কেননা, ছবি তো আর মিথ্যে কথা বলে না। মিডিয়ার সামনে রউফের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি তুলে ধরেছেন লিনা। তার জবাবে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার বলছিলেন, ‘এটা ঠিক ছবিগুলো আমার। কিন্তু কোনোভাবেই ওর অভিযোগ সত্য নয়। ৫৬ বছর বয়সে এমন কাণ্ড কেন আমি করতে যাব।’ যদিও কাছের বন্ধুরা পাকিস্তানের মিডিয়াকে জানিয়েছেন, পুরো ব্যাপারটায় যারপরনাই হতাশ রউফ।
ছবিগুলো যখন সত্য তখন ‘ডাল মে কুচ কালা হ্যায়’! ভক্তের সঙ্গে এমন অন্তরঙ্গ ছবি তুললে তো প্রশ্ন উঠতেই পারে। লিনা যেমনটা জানিয়েছিলেন, ‘ছয় মাস আগে শ্রীলঙ্কায় তাদের পরিচয়। এরপর অন্তরঙ্গতা। তখনই নাকি রউফ তাকে বলেছিল, শিগগিরই তারা বিয়ে করবে।’ বিয়ের পর নতুন একটি ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জনপ্রিয় এ ক্রিকেট আম্পায়ার। লিনার দাবি, ওই প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার পর এখন তাকে চিনছে না আসাদ রউফ!
পাকিস্তানি এ আম্পায়ার অবশ্য এখন এক মুখে দুই কথা বলছেন। একবার বলছেন ছবিগুলো তার। আবার বলছেন, লিনা কাপুর নামে কাউকে চেনেন না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানান, ‘আসলে আইপিএলে আম্পায়ারিং করতে গিয়ে বলিউডের অনেক তারকার সঙ্গেই আমার পরিচয় হয়েছে। লিনা হয়তো তাদেরই একজন হবে। আমি তাকে চিনি না।’
রউফের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন লিনা! তার দাবি, ‘এটা ডাহা মিথ্যে কথা। ও আমাকে একাধিকবার বলেছে যে, ওর ধর্মে একাধিক বিয়ের অনুমতি আছে। আমাকে বিয়ে করে ঘরে তুলতে তার কোনো সমস্যাই হবে না। আমিও তার স্ত্রী আর দুই সন্তানকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।’ লিনা আরও জানালেন, ‘ও (রউফ) আমাকে দিল্লিতে একাধিক মানুষের কাছে স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু ১০ দিন আগে হঠাত্ করেই ওর পরিবর্তন লক্ষ্য করি। ও আমার ফোন রিসিভ করত না। মাঝে মধ্যে রিসিভ করে জানাত, এ সম্পর্ক সে ধরে রাখতে চায় না। চাইলে আপনারা ফোনের সেই কথোপকথন পরীক্ষা করে দেখতে পারেন।’
লিনা জানিয়েছেন, এ সম্পর্কের দলিল হিসেবে তার কাছে একাধিক ছবি রয়েছে। তার কথা, ‘ঈশ্বর জানেন ও কেন এভাবে মিথ্যে কথা বলছে। আমার কাছে সম্পর্কের একাধিক প্রমাণ রয়েছে। ছবি কি মিথ্যে কথা বলে? প্রয়োজনে আমি পুলিশকে সেই ছবি দেখাতে পারি।’ উত্তেজিত লিনা আরও বললেন, ‘আমি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছি। ও আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে। অথচ ওই কাপুরুষকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আশা করছি এখন আমি ন্যায়বিচার পাব।’
২১ বছর বয়সী এ মডেল যখন এতটা উত্তেজিত তখন মিডিয়ার সামনে নির্বিকার রউফ। তিনি জানালেন, এমন অভিযোগ তার আম্পায়ারিং ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। তার কথা, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি নিশ্চিত আইসিসি এটা নিয়ে ভাববে না। সব কিছু ঠিক থাকলে জানুয়ারি মাসে পাক-ভারত সিরিজে আম্পায়ারিং করব আমি।’
আইসিসি না ভাবলেও ক্রিকেটপ্রেমীরা ঠিকই হতবাক আসাদ রউফের এমন কাণ্ডে!