নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় শুক্রবার সকালে পুকুরের পানিতে ডুবে রুমা আক্তার (১০) ও সামিয়া আক্তার (১১) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। শিশু ২টি সম্পর্কে মামাতো ফুফাতো বোন।
মৃত রুমা জাঙ্গীর এলাকার সাখাওয়াত হোসেনের মেয়ে ও সামিয়ার বাড়ি বেলদী এলাকায়। এরা ২ জনই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আকলিমা বেগম মৃতদের পরিবারের বরাত দিয়ে জানান, সকাল সোয়া ১০টার দিকে জাঙ্গীর এলাকায় নিজেদের পুকুরে রুমা তার মামাতো বোন সামিয়ার সঙ্গে গোসল করছিল।
এসময় হঠাৎ সামিয়া পানিতে ডুবে গেলে রুমা তাকে বাঁচাতে গিয়ে নিজেও ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরের পানিতে সামিয়া ও রুমাকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।