প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন তার মা আয়েশা ফয়েজ ও সাবেক স্ত্রী গুলতেকিন খান। তাদের সঙ্গে ছিলেন হুমায়ূনের ছোট দুই ভাই ড. মুহাম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তারা অমর এ লেখকের নিজ হাতে গড়া নুহাশ পল্লীতে আসেন। তারা নুহাশ পল্লীতে পেঁৗছেই হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতকালে মা আয়েশা ফয়েজ ছেলের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি ছেলের কবরে হাত বুলিয়ে দেন, ফাতেহা পাঠ করেন এবং ছেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় লেখকের বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রোখসানা আহমেদ, দুই ভাইয়ের স্ত্রী, ভগি্নপতি ও অন্যান্য স্বজন উপস্থিত ছিলেন।
এছাড়া নুহাশ পল্লীতে বেড়াতে আসা ভক্তরাও হুমায়ূনের কবরে শ্রদ্ধা জানান। তবে এবার কবর জিয়ারত করতে তাদের সঙ্গে নুহাশ বা তার বোনেরা আসেননি।
নুহাশ পল্লীর কর্মচারী মোশাররফ জানান, তারা নুহাশ পল্লীতেই দুপুরের খাবার খান। খাবার খেয়ে নুহাশ পল্লীর বিভিন্ন স্থান ঘুরে দেখেন তারা। পরে দুপুর আড়াইটায় হুমায়ূন পরিবারের সদস্যদের সঙ্গে ফিরে যান হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন।
গত ১৯ জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ২৪ জুলাই নুহাশ পল্লীতে তাকে দাফন করা হয়। এরপর এই প্রথম নুহাশ পল্লীতে গেলেন গুলতেকিন। এর আগে ঈদের দিন দুই ছেলে আর স্বজনদের সঙ্গে নুহাশ পল্লীতে ঈদ করেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। ঈদের নামাজ শেষে তিনি ছেলেদের নিয়ে হুমায়ূনের কবর জিয়ারত করেন ।