সফলতার সিঁড়ি বেয়ে ক্রমাগত উপরে উঠছেন বলিউড সুপারস্টার সালমান খান। তালে তাল মিলিয়ে উপরে উঠছে তার পারিশ্রমিকও। সালমানের ছবিপ্রতি পারিশ্রমিক এখন থেকে ১০০ কোটি রুপি।


পরিচালক রমেশ তারুনি নিজের প্রোডাকশন হাউসের পরবর্তী ছবিতে সালমানকে কাস্ট করবেনই বলে ঠিক করেছেন। আর এ ক্ষেত্রে তিনি সালমানকে ১০০ কোটি রুপি প্রস্তাব করেছেন। দুইদিন আগে তারুনি সাক্ষাৎ করেন সালমানের সঙ্গে এবং কাজের প্রস্তাব দেন।

তারুনি সচেতনভাবেই এই প্রস্তাবটি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ সালমানের গত তিনটি ছবি দাবাং, রেডি, বডিগার্ড পর পর লাগাতার ব্যবসা সফল হয়েছে। প্রতিটা ছবিই আয় করে গড়ে ১৫০ কোটি করে। আর 'এক থা টাইগার' তো এক সপ্তাহেই সেটা করে দেখাল। তাইতো তারুনি প্রস্তুত সালমানকে নিয়ে এখন বাজিতে নামতে।

এনডিটিভি