চট্টগ্রামে ট্রেনের টিকেটসহ বশির আহমেদ (৩০) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ নতুন রেল স্টেশনের প্লাটফরম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি বাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার নিভরা গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।সে কদমতলী বাস স্টেশনের দক্ষিণ পাশের গলির বিমলের বাসায় ভাড়া থাকত।

জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান,বেশী দামে টিকেট বিক্রির জন্য প্লাটফরমে ঘুরাফেরা করার সময় তাকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে মহানগর গৌধুলির ৩ আসনের ১টি টিকেট পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘ দিন ধরে টিকেট কলোবাজারির সাথে জরিত।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।