‘শিলা কি জওয়ানি’ গানের জন্য কঠিন খাদ্যাভ্যাস, এক থা টাইগার ছবির জন্য বেলি ড্যান্স, আর এখন ধুম থ্রির জন্য মার্শাল আর্ট ও জিমন্যাস্টিক শিখতে হচ্ছে।

প্রস্তুতির শেষ নেই ক্যাটের। এমনকি অভিনয়জীবনের শুরুতে তো হিন্দি ভাষাটাও শিখতে হয়েছে তাঁকে। সেই সব দিন পেছনে ফেলে এখন বলিউডে রাজত্ব করছেন ক্যাটরিনা কাইফ।

সালমান খান, আমির খান, শাহরুখ খানের সঙ্গে টানা তিন ছবিতে অভিনয় করছেন। খানদের পাশে সেরা রূপেই হাজির হতে চান তিনি। তাই পরিশ্রমে ঘাটতি নেই তাঁর। মিড ডে।