রাজধানীর দক্ষিণখান এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহতের নাম আব্দুল কুদ্দুস (৫৫)।
শনিবার দুপুরে নর্দাপাড়া তালতলার ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে গলাটিপে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানান দক্ষিণখান থানার ওসি লোকমান হাকিম।
শুক্রবার রাতের কোনো এক সময় ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে তার ধারণা।
উত্তরা বিভাগের পুলিশের উপ-কমিশনার নিছারুল আরিফ জানান, কুদ্দুস রূপনগর এলাকায় থাকতেন। তালতলা এলাকায় তার একটি এমব্রয়ডারি কারখান রয়েছে। এই কারখানার অংশীদার তার এক ভাই।
দুই ভাইয়ের এই প্রতিষ্টানে ৮টি এমব্রয়ডারি মেশিন রয়েছে।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যার পর তার ব্যবসায়ী অংশীদার ভাইয়ের এক ছেলেকে নিয়ে তিনি কারখানায় যান। এসময় ঈদের ছুটি শেষে এক কর্মচারীও সেখানে আসেন।
ওই কর্মচারীর উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা আরিফ জানান, চাচা-ভাতিজার মধ্যে ‘ব্যক্তিগত’ কথা আছে বলে ওই কর্মচারীকে বাইরে গিয়ে চা খেতে বলেন কুদ্দুস।
এর বেশ কিছুক্ষণ পর ভাতিজা কারখানার কর্মচারীকে ফোন করে জানায় যে, কুদ্দুস এমব্রয়ডারির কাপড় ভর্তি কয়েকটি কার্টন নিয়ে চলে গেছেন। সেইসঙ্গে তাকেও চলে যেতে বলেন।
ওই কর্মচারী পুলিশকে আরো জানান, ফোন পাওয়ার পর কারখানায় গিয়ে তালাবন্ধ দেখে তিনিও চলে যান।
এদিকে কুদ্দুসের কোনো খবর না পেয়ে সকালে তার ছেলে বিভিন্ন জায়গায় খোঁজ নেন। পরে দুপুরে তার বাবার ব্যবসায়ী অংশীদার চাচাকে নিয়ে কারখানায় গিয়ে তালা খুলে ভেতরে ঢুকে দেখেন বাবার লাশ।
উপ-কমিশনার জানান, এ হত্যাকা-ের পর কুদ্দুসের ভাই ও ভাতিজাকে পাওয়া যাচ্ছেনা। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা গ্রেপ্তার হলেই হত্যার প্রকৃত রহস্য উদঘাটন হবে।