পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদের খান রাজনীতির মাঠে পা রাখছেন। দেশব্যাপী তার নতুন রাজনৈতিক দল ‘তেহরিক-ই-তাহাফুজ পাকিস্তান (টিটিপি)’র ক্যাম্পেইন করতে প্রস্তুত। দেশের তরুণ সমাজকে সচেতন করাই তার দলের উদ্দেশ্য বলে জানান এ তিনি।
কাদের খানের উদ্বৃতি দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, আমি তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করতে চাই। কাকে ভোট দিতে হবে এবং কাকে দেয়া উচিত নয় এ ব্যাপারে তরুণদের বোঝাতে চাই।
কাদের খান বলেন, আমি আসন্ন নির্বাচনে তরুণদের সৎ নেতা নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানাবো। এছাড়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন)’র মতো প্রচলিত দলগুলোকে ভোট না দেয়ারও জন্য ক্যাম্পেইন করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, পরমাণু বোমা তৈরি করে তিনি সুখ্যাতি অর্জন করলেও পরবর্তীতে এ সংক্রান্ত তথ্য বিভিন্ন দেশে পাচারের অভিযোগে বিতর্কিত হয়েছেন।