আবারও গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে দুই তিব্বতি যুবক। সোমবার সকালে চীনের সিচুয়ান প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক তিব্বতিদের স্বাধীনতাকামী সংগঠন এবং আমেরিকার বিভিন্ন গণমাধ্যম। এএফপি।
জানা যায়, আত্মহত্যাকারী ওই দুই যুবক বৌদ্ধ সন্ন্যাসী। তাদের একজন হল ১৮ বছর বয়সী লবসাং কালসাং এবং অন্যজন হল ১৭ বছর বয়সী দেমচোয়িক। চীনের সিচুয়ান প্রদেশের আবা কাউন্টিতে কির্তি বৌদ্ধ মঠের সামনে এই ঘটনা ঘটে। এর আগেও এখানে বেশ কয়েকজন তিব্বতি সন্ন্যাসী চীনা শাসনের প্রতিবাদে নিজেদের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। লন্ডন ভিত্তিক তিব্বতিদের স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চীনা শাসনের প্রতিবাদে মোট ৫১ তিব্বতি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। তবে সংগঠনটির দেওয়া এই তথ্য নিশ্চিত করা যায়নি। কারণ চীনের সিচুয়ান প্রদেশে বিদেশি গণমাধ্যমগুলোর প্রবেশ নিষেধ। অবশ্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম কিছু ঘটনা স্বীকার করলেও সব ঘটনা তাতে প্রকাশ করা হয় না। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোমবারের ঘটনা সম্পর্কে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) জানিয়েছে, আত্মহত্যাকারী ওই দুই সন্ন্যাসী গায়ে আগুন দেওয়ার আগে রাস্তায় তিব্বতে চীনা শাসন ও রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ওই দুই সন্ন্যাসী গায়ে আগুন দিয়ে ২০ কদম দৌড়ে গিয়েই মাটিতে লুটিয়ে পড়ে। তবে আবা কাউন্টি পুলিশ এই আত্মহত্যার ঘটনা অস্বীকার করেছে।