সিরিয়ার বেসরকারী আদুনিয়া টেলিভিশনে তার সাক্ষাৎকারের অংশ বিশেষে বিদ্রোহীদের ইসলামি সন্ত্রাসী বলে অভিহিত করে তাদের পরাস্ত করার প্রত্যয় প্রকাশ করেন। তিনি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর বীরোচিত ভূমিকার জন্যে তাদের প্রশংসা করেন।
 
এ দিকে আজ বুধবার উত্তরের আলেপ্পো এবং ইদলিব শহরের মাঝখানে তাফতানাজ সামরিক বিমান বন্দরে বিদ্রোহী এবং সিরিয়ার সৈন্যদের মধ্যে নতুন করে লড়াই হয়েছে।
 
ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights ভয়েস অফ আমেরিকাকে বলেছে যে তাফতানাজ এ ১৪ জন সরকারী সৈন্য এবং তিন জন বিদ্রোহী ঐ সংঘাতে প্রাণ হারায়।
 
এই সঙঘাতে গৃহচ্যূতদের আশ্রয়ের জন্যে পশ্চিমিদের দ্বারা সিরিয়ার ভেতরে একটি বাফার জোন তৈরির ব্যাপারে প্রতিবেশি তুরস্কের প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন।