বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি ভারতীয় নারী ১৮ বছর বয়সী জ্যোতি আমগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের ২০১৩ সালের সংস্করণের জন্য ছবির পোজ দিতে নেপালি নাগরিক বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ চন্দ্র ডাঙ্গির সঙ্গে এতালিতে সাক্ষাৎ করে নতুন বিশ্ব রেকর্ড করেছেন।

ডেইলি মেইল জানায়, বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ ও নারীর মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ। ৭২ বছর বয়সী চন্দ্র ও জ্যোতির মধ্যে বয়সের বিরাট ব্যবধান সত্ত্বেও নতুন বইয়ের জন্য পোজ দিতে গিয়ে তারা পরস্পরের সঙ্গে হাসি-ঠাট্টা করেন। তাদের ছবি শিগগির প্রকাশিতব্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-২০১৩তে স্থান পাবে।

ভারতের নাগপুরের বাসিন্দা জ্যোতি গত ডিসেম্বরে তার ১৮তম জন্মদিনে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি নারী হিসেবে স্বীকৃতি পান। আর ডাঙ্গি স্বীকৃতি পান চলতি বছরের ফেব্রুয়ারিতে। জ্যোতির উচ্চতা ২৪.৭ ইঞ্চি।

ডাঙ্গি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী ছোট্ট গ্রাম রিমকোলার বাসিন্দা। তার উচ্চতা ২১.৫ ইঞ্চি। ডাঙ্গি ইতিহাসের সবচেয়ে খর্বাকৃতি পুরুষও বটে। তার আগে এই রেকর্ডটি ছিল ভারতের গুল মোহাম্মদের (১৯৫৭-৯৭) দখলে। তার উচ্চতা ছিল ২২.৫ ইঞ্চি।