নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ঘটনায় নারীসহ ২ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন, উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের বরকত উল্লাহর স্ত্রী শাহনাজ বেগম (৪০) ও কুরিয়াইল এলাকার হালিম উদ্দিনের ছেলে আরিফ হোসেন (২৪)।

এদের মধ্যে শাহনাজ বেগমকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছেন। এরা হলেন, কুরিয়াইল এলাকার আব্দুল গফুরের ছেলে চাঁন মিয়া, দিদারবক্সের ছেলে সরাফত আলী ও সাদেক মিয়া।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের কুরিয়াইল ও কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে এসব ঘটনা ঘটে।