চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হচ্ছে আগামি ২ সেপ্টেম্বর।

মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে এ আবেদন গ্রহণ করা হবে আগামি ৯ অক্টোবর পর্যন্ত। চুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে ‘এ’ লেভেল ও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে আবেদনপত্র ডাউনলোড করে চুয়েট ভর্তি কমিটির সভাপতি বরাবর জমা দিতে পারবেন।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। সকাল ১০ টায় হবে এমসিকিউ ও বেলা আড়াইটায় মুক্তহস্ত অংকন পরীক্ষা।