প্লেবয় ম্যাগাজিনের কভারে শারলিন চোপড়ার নগ্ন ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন পুনম পান্ডের হৃদয়। টুইটারে ক্রমাগত নিজের নিরাবরণ ছবি পোস্ট করেও ঠিক যেন স্বস্তি পাচ্ছিলেন না তিনি। তাই শেষমেশ নিজেই প্লেমেট হয়ে গেলেন পুনম পান্ডে। টুইটারে সাদা তোয়ালে পরিহিতা নিজের একটি ছবি পোস্ট করেছেন পুনম। মাথায় প্লেবয় বানি ইয়ার্স।
তবে আশ্চর্যের বিষয়, প্লেবয় ম্যাগাজিনের পক্ষ থেকে নাকি পুনমকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই নিজেকে দেশি প্লেমেট ঘোষণা করেছেন পুনম। তবে এটাই প্রথম নয়। শারলিনকে নকল করার নিদর্শন আগেও রেখেছেন পুনম।
শারলিনই প্রথম নিজের জন্মদিনে টুইটারে নগ্ন ছবি পোস্ট করেন নিজের। আর এখন টুইটারে উত্তেজক ছবি পোস্ট করা পুনমের প্রতিদিনের রুটিনের মধ্যে পড়ে। তবে প্লেবয় থেকে ডাক না পেলেও শারলিনকে যথেষ্টই যন্ত্রণা দিয়েছেন পুনম। কলকাতা নাইট রাইডার্সের জয় উদযাপনে পোশাক পরিত্যাগ করে ইতিমধ্যেই শারলিনের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন তিনি।