আজ থেকে শুরু হচ্ছে চ্যানেল আই সেরাকণ্ঠের প্রাথমিক বাছাইপর্ব। ইতিমধ্যে নাম নিবন্ধনের কাজ শেষ হয়েছে এবং দেশের ৭টি বিভাগ থেকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছে ৬৫ হাজার প্রতিযোগী।
প্রাথমিক বাছাইপর্বের তারিখ : ২ সেপ্টেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এবং ৬ সেপ্টেম্বর রাজশাহীর শিল্পকলা একাডেমীতে এবং ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রংপুরে। অন্যান্য বিভাগের প্রাথমিক বাছাইপর্বের তারিখ পরে জানানো হবে। তবে সেপ্টেম্বরের মধ্যেই সব বিভাগের প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
আর প্রতিযোগিতার প্রচার শুরু হবে অক্টোবর থেকে চ্যানেল আইতে। এবার সেরাকণ্ঠের প্রধান বিচারক প্রখ্যাত কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী ও কুমার বিশ্বজিৎ।
প্রতিযোগিতার শুরু থেকেই বিশেষ নতুনত্ব থাকবে বলে পরিচালক ইজাজ খান স্বপন জানিয়েছেন। বিভাগভিত্তিক বিচারকার্য সম্পাদন করবেন শিল্পী শাম্মী আখতার, রিজিয়া পারভীন, চন্দন দত্ত, ফাতেমা-তুজ-জোহরা, অনুপ বড়ুয়া ও সুজিত মোস্তফা।