বিশ্ব জুড়ে সাবানের আছে নানা ব্র্যান্ড। কোম্পানিগুলো কে কার চেয়ে এগিয়ে থাকবে তা নিয়ে আছে জোর প্রতিযোগিতা। পণ্যের গুণগত মানের দিক দিয়ে এগিয়ে থাকার পাশাপাশি মোড়ক পর্যন্ত সব দিক দিয়েই এগিয়ে থাকা চাই। কিন্তু যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এক নারী যা করেছেন সত্যিই এর কোনো জবাব নেই। তিনি এমন কিছু সাবান তৈরি করেছেন, যা দেখলে খাবার বলে ভুল করবেন আপনি।
এসব দেখে খুবই অবাক হবেন আর ভাববেন কী সব ভুতুড়ে কাণ্ডরি বাবা! না ভুতুড়ে কাণ্ড নয়, সত্যি সত্যিই আপনার জন্য এভাবে সাবান সাজিয়ে রাখার ব্যবস্থা করেছেন অ্যাবরে স্টেফেনস নামের ওই নারী। অসম্ভব সৃষ্টিশীল এই মানুষটি খাবার আকৃতির অনেক সাবান তৈরি করছেন। সাধারণ নাশতা থেকে শুরু করে বনরুটি, আইসক্রিম, মিষ্টান্ন-সব আকৃতির সাবানই বানিয়েছেন তিনি।
এসব সাবান দেখে প্রথমে অবাক হলেও একবার হাতে নিলেই ভুল ভাঙবে আপনার। স্টেফেনস জানান, গ্রাহকদের চমক দিতে খুবই পছন্দ করেন তিনি। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তিনি। ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকেই খাবারের মতো করে সাবান তৈরির সিদ্ধান্ত নেন তিনি। ডেইলি মেইল।