আগামীকাল ৫ সেপ্টেম্বর বুধবার লালমনিরহাটের তিস্তা নদীর উপর নবনির্মিত তিস্তা সড়ক সেতু পরিদর্শন শেষে বিভাগীয় রেল স্টেশন ও সড়ক ভবন পরিদর্শনে আসবেন রেল ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

তিস্তা সেতু পরিদর্শন শেষে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনটি পরিদর্শনে আসতে পারেন মর্মে সরকারী একটি সূত্র জানিয়েছ।
বর্তমান সরকারের যোগাযোগ ও রেল মন্ত্রী’র আগম বার্তা সারা জাগিয়েছে লালমনিরহাটের সাধারন ও সচেতন মহলে। অপরদিকে তার এ আগমন শুনে রেল ও সড়ক বিভাগরে লোক জনের মধ্যে লক্ষ্য করা গেছে নানা ধরনের অস্থিরতা। যেন কিছুটা রাজ পথের মিছিলের সেই ধ্বনির মতো যোগাযোগ মন্ত্রী আসছে রেল ও সড়ক বিভাগ কাপছে।

গতকাল সোমবার গভীর রাত পর্যন্ত লালমনিরহাট রেল স্টেশনে বিভাগীয় ম্যানেজার তার সহ কর্মীদেরকে নিয়ে স্টেশনে নানা বিষয়ে তদারকি করছেন।

এদিকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রায় অর্ধকোটি মানুষের সারা দেশের সাথে যোগাযোগের একমাত্র প্রবেশ দ্বার তিস্তা সড়ক সেতুর উদ্বোধন দীর্ঘদিনের স্বপ্ন। অকেজো হয়ে যান বাহন চলা ফেরার জন্য একে বারে অনুপযোগী হয়ে গেছে তিস্তা রেল কাম সড়ক সেতুটি। প্রতি নিয়ত জীবনের ঝুকি নিয়ে চলছে এসব যানবাহনে চলাচলকারী লাখো মানুষ।

অপরদিকে লালমনিরহাটের বেশ কয়েকটি সড়কের বেহাল দশা থেকে জনসাধারনের নজর কাড়তে কোন রকমে ইটের গুরা ও রাবিশ দিয়ে সড়কের খাল খন্দর গুলো ঢেকে দিচ্ছে। তাই জেলাবাসীর ভাবনা কবে নাগাদ এ জেলাকে দুস্ট চক্রের হাত হতে রেহাই পাবে সাধারন মানুষ।

যোগাযোগ মন্ত্রীর আগমন কি পারবে বেড়াজাল থেকে মুক্ত করে এ তিস্তা সড়ক সেতুটি সহ গোটা জেলার সড়ক ব্যবস্থা ও রেল বিভাগকে স্বস্তির নিশ্বাসে ফিরে আনতে এখন শুধু অপক্ষার পালা মাত্র।