প্রতিদিন মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসা প্রায় ১০ হাজার দর্শনার্থীর কাছে পুরনো পত্রিকা গছিয়ে দিয়ে টিকেট বিক্রির বাইরে গড়ে ১ লাখ টাকা আদায় করছে ইজারাদার প্রতিষ্ঠান ‘সিরাজ বিল্ডার্স’। ফলে অনেকেই ‘পত্রিকা’ আতঙ্কে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করছেন না।
গতকাল সরেজমিন দেখা যায়, মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের প্রধান ফটকে টিকেট কাউন্টারের পাশেই এক ব্যক্তি টিকেট চেক করার পাশাপাশি একটি করে পত্রিকা তুলে দিচ্ছেন দর্শনার্থীদের হাতে। পাশেই স্তূপ করে রাখা হরেক রকম পত্রিকা। পত্রিকা বাবদ কোনো টাকা চাওয়া হয় না শুরুতে। সবাই সে পত্রিকাসহ ভেতরে ঢোকে। এরপর ভেতরে একদল লোক পত্রিকা বাবদ জনপ্রতি ১০ টাকা আদায় করে। ঘটনা বুঝে পত্রিকা ফিরিয়ে দিতে চাইলে দুর্ব্যবহার করা হয়। ফলে বান্ধবী বা প্রিয়জনের সামনে অপমানের ভয়ে কেউ প্রতিবাদ করে না। দেখা গেছে, গছিয়ে দেওয়া পত্রিকাগুলো প্রায় দুই-তিন মাসের পুরনো এবং বিভিন্ন জাতীয় দৈনিকের অংশবিশেষ।
সিরাজ বিল্ডার্সের কর্ণধার সিরাজুর রহমান সুমন বলেন, হকাররা গেটে দৈনিক পত্রিকা বিক্রি করে। প্রয়োজন মনে করলে দর্শনার্থীরা টাকার বিনিময়ে সেগুলো সংগ্রহ করেন। কাউকে জিম্মি করার ঘটনা আমার জানা নেই। এ কাজে আমার প্রতিষ্ঠানের লোকজনও জড়িত নয়।