প্রাণে সুখ নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আর তাঁর মুখে হাসি ফোটাতে ইতিমধ্যেই ইউরোপের বিখ্যাত ফুটবল ক্লাবদের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে।


গত রবিবার গ্রানাডার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ৩-০ জয়ে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। কিন্তু কোনও গোলের পরেই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রকাশ করেননি। ম্যাচের পরপরই বোমা ফাটান। বলে দেন, রিয়ালে খুশি নন। ক্লাব ছাড়তে চান। মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ-কেও তাঁর ‘দুঃখের’ কথা জানিয়েছেন। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই ফুটবলবিশ্ব জুড়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, রোনাল্ডোকে সই করাতে ঝাঁপিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং পিএসজি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকাকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরানোর জন্য নাকি বিশাল অঙ্কের ‘টোপ’ দিতে তৈরি ম্যান সিটি। এ-ও খবর, রোনাল্ডোর জন্য চার বছরে ৯৫ মিলিয়ন পাউন্ডের (প্রায় সাড়ে আটশো কোটি টাকা) চুক্তি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরের বছরের আগে কিছু এগোবে না বলেই ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর। সিটি কর্তৃপক্ষ মনে করছে, তত দিনে রোনাল্ডোর দাম (এক বিলিয়ন ইউরো) কমাতে বাধ্য হবে রিয়াল। গোটা ব্যাপারটাই অবশ্য উড়িয়ে দিচ্ছে সিটি কর্তৃপক্ষ। ক্লাবের এক কর্তা জানিয়েছেন, জল্পনা প্রকাশ্যে এনে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেস তাঁর সঙ্গে রিয়ালের চুক্তির অঙ্ক বাড়াতে চাইছেন।


রোনাল্ডোর খোলামেলা ‘দুঃখপ্রকাশ’ নিয়েও কম ঢেউ ওঠেনি ফুটবলবিশ্বে। গ্রানাডার বিরুদ্ধে গোল করে দেড়শো ম্যাচে দেড়শো গোলের মালিকের তো অসুখী হওয়ার কারণ নেই। তা হলে কি সতীর্থরা তাঁর পাশে দাঁড়াচ্ছেন না বলে খুশি নন রোনাল্ডো? নাকি গোটা ঘটনার পিছনেই রয়েছে শুধু টাকা? চুক্তির অঙ্কের বিচারে রোনাল্ডো এখনও ওয়েন রুনি, জ্লাটান ইব্রাহিমোভিচের পিছনে। দ্বিতীয় কারণটাকেই তাঁর দুঃখের সূত্রপাত হিসেবে ধরে নেওয়া হচ্ছে । যদিও কেউ কেউ বলছেন, রিয়াল ড্রেসিংরুমে একা হয়ে পড়েছেন পর্তুগিজ সুপারস্টার। বিশেষ করে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পর তাঁর সতীর্থ মার্সেলো যখন বলেছিলেন, ফিফার ব্যালন দি অর-এর দাবিদার রোনাল্ডোর চেয়েও বেশি কাসিয়াস। শোনা যাচ্ছে, এই ঘটনার পরে নাকি মার্সেলোর সঙ্গে কথা বন্ধ করে দিয়েছেন রোনাল্ডো।


‘মন খারাপ’ কাটিয়ে উঠতে সিআর সেভেন শেষ পর্যন্ত জার্সির রং-ই বদল করে ফেলেন কি না, এখন সেটাই দেখার।