লিবিয়ার পশ্চিমাঞ্চলে প্রচন্ড লড়াইয়ে বেশ কিছু লোকের প্রাণহানির পর জাতিসংঘ লিবিয়ায় অবিলম্বে অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কী মুন এবং মানবিক বিষয়ে সংগঠনের শীর্ষ দূত ভ্যালেরি আমোস ঐ সংঘর্ষের মাত্রা এবং এর ফলে অসামরিক লোকজনের প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মোয়ামামার গাদ্দাফির অনুগত সৈন্যরা গতকাল মিসরাটায় যে গোলা নিক্ষেপ করেছে এবং চোরাগুপ্তা গুলি চালিয়েছে , তাতে সেখানে ১৭ জন প্রাণ হারায়। ান্যদিকে রকেট ও গোলার আক্রমোণে পুর্বাঞ্চলীয় শহর আজদাবিয়া থেকে বিদ্রোহী যোদ্ধা ও অসামরিক লোকজন পালানো শুরু করে।
সাত সপ্তা ধরে সরকারী বাহিনী দ্বারা অবরুদ্ধ মিসরাটায় অন্তত ৪৭ জন আহত হয়েছে।
জাতিসংঘ এবং লিবিয়ার কর্মকর্তারা বলছে ন যে মিসরাটায় ত্রাণ কর্মিরা যাতে নিরাপদে বেরুতে পারেন সে জন্যে তাদের মধ্যে সমঝোতা হয়েছে।
এ দিকে বিরোধী নেতাদের গঠিত জাতীয় ট্রানসিশানাল কাউন্সিলের মুখপাত্র মুস্তফা ঘেরিয়ানি
বলেন আমরা একেবারে গোড়া থেকে দেশ গড়ে তোলার কাজ করছি আর এর প্রমাণ হচ্ছে দেশের পুর্বাঞ্চল খুব ভাল ভাবে পরিচালিত , গাদ্দাফি শাসিত অঞ্চলের চাইতে আরও ভাল ভাবে।