রবিন ফন পার্সির অভাবটা টের পেতে দিতে চাইছেন না আর্সেনালের অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পোডোলস্কি। শক্তিশালী লিভারপুলকে ২-০তে হারানোর পর এমনটিই বলেছেন এই জার্মান তারকা। ম্যাচে একটি গোল করেন তিনি। পোডোলস্কি বলেন, ‘যখন মাঠে নামি, আমার মনে হয় আমি ম্যাচ জেতাতে পারব। আমার লক্ষ্য অনেক গোল করা। আশা করি ফন পার্সির অভাবটা পূরণ করতে পারব।’