সম্প্রতি ‘রাজ থ্রি’ সিনেমার প্রচারণার জন্য আহমেদাবাদ গিয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু। তাকে দেখে মুহূর্তের মধ্যেই বেশ ভিড় জমে যায় জায়গাটিতে। এই ভিড়ের মধ্যেই আচমকা তার স্কার্ট ধরে টানাটানি করছিল এক ভক্ত। ঘটনাটি সম্পর্কে মুম্বই মিররকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইমরান হাশমি, এশা গুপ্তা, বিপাশা বসুকে স্টেজে দেখলাম, লোকজন তাদের ধরে টানাটানি করছিল। বিপাশা এতে বিরক্ত হচ্ছিলেন। একজন তো তার খুবই কাছে চলে আসে, এবং হঠাৎ করেই তার স্কার্ট ধরে টান দেয়। এর ফলে তিনি কিছুটা আঘাতও পেয়েছেন।
এদিকে নিজেদের ওই প্রচারণা সম্পর্কে টুইটারে বিপাশা লিখেছেন, ‘রাজ থ্রি’-এর আহমেদাবাদ প্রচারণা দারুণ হলো। আমাদের দেয়া বন্ধুদের পাগল করা ভালবাসার জন্য ধন্যবাদ। আর এই টুইট দেয়ার পরদিন তিনি আবার লিখেন, হ্যাঁ, একটা নোংরামির শিকার হয়েছি আমি এবং ডান হাতে আঘাতও পেয়েছি এজন্য। বিশেষ কিছু হয়নি আমার, সম্পূর্ণ সুস্থ আছি এখন।