আসছে পুতুলের তৃতীয় একক অ্যালবাম পুতুল গান। আগামী শনিবার নতুন এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। ২০০৮ সালে গাঙচিলের ব্যানারে প্রকাশিত হয় পুতুলের প্রথম অ্যালবাম সন্ধ্যা বাড়ির বারান্দায়। দুই বছর পর ২০১০ সালে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসে তার দ্বিতীয় একক মাটির পুতুল।
এরই ধারাবাহিকতায় লেজার ভিশনের ব্যানারে তৃতীয় অ্যালবাম পুতুল গান প্রকাশ হচ্ছে দুই বছর পরে। অ্যালবামের সব ক’টি গানের কথা ও সুর করেছেন পুতুল নিজেই। অ্যালবামে থাকছে ভিন্ন স্বাদের হেভি মেটাল ধাঁচের মোট আটটি গান। নতুন অ্যালবাম সম্পর্কে পুতুল বলেন, ‘৪-৫ মাস আগে থেকেই অ্যালবামের কাজ শুরু করি। কিন্তু কম্পোজিশনে অনেক সময় লেগেছে। বিশেষ করে তারা আমার অ্যালবামের প্রথম গান ‘সে আমার কেউ নয়’-এর কম্পোজিশন করতে অনেক সময় দিয়ে ফেলেছিল। এই গানের মিউজিক ভিডিওটিও অনেক ব্যয়বহুল। তবে আশা করছি শ্রোতারা আমার গানগুলো উপভোগ করবেন।’
পাইরেসি রোধে অ্যালবামটির সাউন্ড ইঞ্জিনিয়ার তানিম সাউন্ডের মিক্সিংয়ে এমনভাবে কাজ করেছেন, যাতে যারা পাইরেসি করবেন তারা মূল সাউন্ডের অনেক কিছুই পাবেন না। গান, অ্যালবাম এবং সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে পুতুল বলেন, ‘গান ছাড়া কিছু ভাবি না। পড়াশোনাও করছি গান নিয়ে। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে সংগীত বিষয়ে মাস্টার্স করছি। বর্তমানে আমি ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার অডিশন এবং সিলেকশন রাউন্ডের উপস্থাপনা করছি। সবকিছুর পরেও পুতুলের কাছে গানের প্রাধান্য অনেক বেশি। অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগলে আমি সার্থক হব।’