ভারতের সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার সময় হওয়ার আগেই আশঙ্কাজনকহারে চাকরি ছাড়তে শুরু করেছেন জওয়ানরা। এতে দেশটির সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।
ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিনিউজ এক খবরে জানিয়েছে, গত বছর সেনাবাহিনী থেকে সময়ের আগেই অবসরে গেছেন ১০ হাজারের বেশি জওয়ান। আর এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনি।
জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ২০১১ সালে ভারতের সামরিক বাহিনী থেকে ১০ হাজার ৩১৫ জন জওয়ান মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অবসর নিয়েছেন।
২০১০ সালে এ সংখ্যা ছিল সাত হাজার ২৪৯ এবং ২০০৯ সালে আগেভাগে অবসর নিয়েছেন ৭ হাজার ৪৯৯ জন জওয়ান। এসব সেনা যে বয়সে অবসর নিয়েছেন সেটা সামরিক বাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে বিবেচিত। রেডিও তেহরান।