আমেরিকার মিনিসোটার বস্নাক বিয়ার নামে একটি ক্যাসিনো ঘোষণা করেছে, তারা ২০১৪ পাউন্ড ওজনের একটি বেকন (লবনজারিত শূকরের মাংস) চিজ বার্গার তৈরি করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখিয়েছে।
ইতিমধ্যে অবশ্য বার্গারটিকে বিশ্বের সবচেয়ে বড় বার্গার হিসেবে মেনে নিয়েছেন অনেকেই। এর আগে রেকর্ড বুকে জায়গা পাওয়া সবচেয়ে বড় বার্গারটির ওজন ছিল ৮৮১ পাউন্ড ১৩ আউন্স।
বার্গারটি পরীক্ষা করতে আসা গিনেজ রেকর্ডের পরীক্ষক ফিলিপ রবার্টসন বলেন, যা আজ আমি দেখিছি তা একটি স্মরণীয় টিমওয়ার্কের ফসল। ইউপিএল।